রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন।
রবিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
এসয়ম বাংলাদেশ মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলার শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম সাত্তারের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এ্যাড. দীপক কুমার ঘোষ, জেলা নির্বাহী সভাপতি আতাউর রহমান নান্নু, পৌর কাউন্সিলর সুভাষ সরকার, সাবেক পৌর কাউন্সিলর হামিদুর রশিদ কাজল প্রমুখ।
বক্তারা বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের অমানবিকভাবে নির্যাতন ও তাদের বসতবাড়ি পুড়িয়ে আরাকান থেকে তাদের বিতাড়িত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সবাইকে তাদের পাশে এসে সহযোগীতার হাত বাড়ানোর আহব্বান জানাচ্ছি।
ওয়ান নিউজ বিডি,

Comments

Popular posts from this blog

আগামী নির্বাচনে খালেদাকে ক্ষমতার বাইরে রাখতে হবে

যে কারণে মহানবী (সা.) কে দেখে একটি উট কেঁদেছিলো

সাকিবরা দেখালেন টি-টোয়েন্টি বোলারদের খেলা