আগামী নির্বাচনে খালেদাকে ক্ষমতার বাইরে রাখতে হবে

মানিকগঞ্জ: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার ডানে জঙ্গি বামে রাজাকার আর পেছনে তেঁতুল হুজুর সামনে রাজনৈতিক মোল্লা। এই ভাবে দেশ চলে না। খালেদা জিয়ার কাছে দেশ মানে রাজাকারের কাছে দেশ ইজারা দেয়া। আমরা বেঁচে থাকতে বাংলাদেশ কোনদিন রাজাকার জঙ্গির কাছে ইজারা হতে পারে না। এতো কিছুর পরেও বেগম খালেদা জিয়া রাজকার ছাড়ে না, জঙ্গি ছাড়ে না, যুদ্ধাপরাধী ছাড়ে না, পাকিস্তানের দালালি ছাড়ে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। জঙ্গি রাজাকারের সঙ্গী খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতেই হবে।
মানিকগঞ্জে জাসদ নেতা জালাল উদ্দিন লেনিনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা পাবলিক লাইব্রেরী মাঠে জেলা জাসদের সহসভাপতি প্রয়াত মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন লেলিনের স্মরণ সভার আয়োজন করেন উপজেলা জাসদ।
ঘিওর উপজেলা জাসদের সভাপতি সামছুল আলম খানের সভাপতি স্মরণ সভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, আফজাল হোসেন খান জকি, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডু, প্রয়াত জালাল উদ্দিন লেলিনের স্ত্রী মনোয়ার বেগম, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান বাবু প্রমূখ।
তথ্যমন্ত্রী আরো বলেন এই মুহূর্তে রাজরীতির বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেয়া, যথা সময়ে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা।

Comments

Popular posts from this blog

যে কারণে মহানবী (সা.) কে দেখে একটি উট কেঁদেছিলো

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন