Prothom Alo "First Light") is a major daily newspaper in Bangladesh published from Dhaka in the Bengali language . Prothom Alo is second largest newspaper in Bangladesh based on circulation. According to National Media Survey 2014, conducted by MRB Bangladesh, more than 4.9 million people read the print edition of Prothom Alo every day. The online portal of Prothom Alo is the most visited Bangladeshi and Bengali website of the world. It started its journey on 4 November 1998.
Popular posts from this blog
আগামী নির্বাচনে খালেদাকে ক্ষমতার বাইরে রাখতে হবে
মানিকগঞ্জ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার ডানে জঙ্গি বামে রাজাকার আর পেছনে তেঁতুল হুজুর সামনে রাজনৈতিক মোল্লা। এই ভাবে দেশ চলে না। খালেদা জিয়ার কাছে দেশ মানে রাজাকারের কাছে দেশ ইজারা দেয়া। আমরা বেঁচে থাকতে বাংলাদেশ কোনদিন রাজাকার জঙ্গির কাছে ইজারা হতে পারে না। এতো কিছুর পরেও বেগম খালেদা জিয়া রাজকার ছাড়ে না, জঙ্গি ছাড়ে না, যুদ্ধাপরাধী ছাড়ে না, পাকিস্তানের দালালি ছাড়ে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। জঙ্গি রাজাকারের সঙ্গী খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতেই হবে। মানিকগঞ্জে জাসদ নেতা জালাল উদ্দিন লেনিনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা পাবলিক লাইব্রেরী মাঠে জেলা জাসদের সহসভাপতি প্রয়াত মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন লেলিনের স্মরণ সভার আয়োজন করেন উপজেলা জাসদ। ঘিওর উপজেলা জাসদের সভাপতি সামছুল আলম খানের সভাপতি স্মরণ সভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, কেন্দ্রীয় কমিটির যুগ্...
যে কারণে মহানবী (সা.) কে দেখে একটি উট কেঁদেছিলো
মহানবী (সা.) কে দেখে একটি উট যে কারণে কেঁদেছিলো – আবূ জাফর আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সওয়ারীর উপর তাঁর পিছনে বসালেন এবং আমাকে তিনি একটি গোপন কথা বললেন, যা আমি কাউকে বলব না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গা (দেওয়াল, ঢিবি ইত্যাদি) অথবা খেজুরের বাগানের আড়ালে মল-মূত্র ত্যাগ করা সবচেয়ে বেশি পছন্দ করতেন।’ (ইমাম মুসলিম এটিকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন) বারক্বানী এতে মুসলিমের সূত্রে বর্ধিত আকারে খেজুরের বাগান’ শব্দের পর বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর বাগানে প্রবেশ করে সেখানে একটা উট দেখতে পেলেন। উটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফুঁপিয়ে কাঁদতে লাগল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে এসে তার কুঁজে এবং কানের পিছনের অংশে হাত ফিরালেন, ফলে সে শান্ত হল। তারপর তিনি বললেন, এই উটের মালিক কে? এই উটটা কার?’’ অতঃপর আনসারদের এক যুবক এসে বলল, এটা আমার হে আল্লাহর রাসুল!’ তিনি বললেন, তুমি কি এই পশুটার ব্যাপারে আ...
Comments
Post a Comment